| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব  আমীরের নির্দেশ মান্য করাই ইসলামী শাসনব্যবস্থার অপরিহার্য শর্ত : আফগান উপ-স্বরাষ্ট্রমন্ত্রী


 আমীরের নির্দেশ মান্য করাই ইসলামী শাসনব্যবস্থার অপরিহার্য শর্ত : আফগান উপ-স্বরাষ্ট্রমন্ত্রী


শেখ আশরাফুল ইসলাম     08 September, 2025     02:35 PM    


ময়দানে ওয়ারদাকের নতুন গভর্নরকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা মুহাম্মাদ নবি ওমারি বলেন, আমীরের নির্দেশ মান্য করাই হলো স্থিতিশীলতা ও শাসনব্যবস্থার ধরে রাখার মূল চাবিকাঠি। শত্রুরা ঘুমিয়ে আছে ভেবে ভুল করবেন না। পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকেরা আপনাদের দরজায় কড়া নাড়ছে। তাদের ধোকায় পড়বেন না।

তিনি বলেন, আমীরের নির্দেশ মান্য করাই ইসলামী শাসনব্যবস্থার অপরিহার্য শর্ত। গত বিশ বছরের ত্যাগ ও অর্জনগুলো অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) মাইদান ওয়ারদাকের নতুন গভর্নর খায়রুল্লাহ খায়ের খাঁয়ের পরিচিতি সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তোমরা অভিজ্ঞতা অর্জন করেছ, প্রাণ হারিয়েছ, আঘাত সহ্য করেছ। আজও সেই একই আমীর রয়েছেন, আজও তোমাদের তাঁকেই শুনতে হবে। ধর্ম কিংবা মাতৃভূমির স্বার্থ সম্পর্কে তোমরা তোমাদের নেতাদের চেয়ে বেশি জানো না; তাই নিজেদের ত্যাগকে কখনোই বৃথা যেতে দিও না।”

এ সময় ময়দানে ওয়ারদাকের নতুন গভর্নর খায়রুল্লাহ খায়ের খাঁ জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমান ব্যবস্থাকে অভূতপূর্ব ইসলামী শাসনব্যবস্থা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, অতীতে কিংবা বর্তমানেও আফগানিস্তানে এমন শাসনব্যবস্থা ছিল না।

তিনি আরও বলেন, “আমি আশাকরি জনগণ অকৃতজ্ঞতার পরিচয় দেবে না। এ ধরনের শাসনব্যবস্থা আফগানিস্তানে আগে কখনো ছিল না। এই ব্যবস্থার কর্মকর্তারা দয়ালু এবং সীমিত সম্পদ নিয়েও জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন।”

অবসর নেওয়া গভর্নর বখতিয়ার মুয়াজ বলেন, “আমরা যা কিছু করেছি, সবই ছিল ইসলামী শাসনব্যবস্থার কল্যাণ মাথায় রেখে।”

সভায় উপস্থিত ময়দানে ওয়ারদাকের অনেক বাসিন্দা এ সময় নতুন গভর্নরকে স্বাগত জানিয়ে অবিলম্বে সড়ক সংস্কার, খরা প্রতিরোধ এবং স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়নের দাবি জানিয়েছেন।

সূত্র : টোলো নিউজ